শিশুর মলত্যাগে কষ্ট, ব্যথা এবং কোষ্ঠকাঠিন্য নিয়ে সমস্যায় পড়েননি এমন মা-বাবা খুবই কম আছেন। অনেক সময় কোষ্ঠকাঠিন্যের কারণে শিশুর মলদ্বার ছিঁড়ে গিয়ে রক্ত পড়তে পারে বা মলদ্বার পায়ুপথে বের হয়ে আসতে পারে। এ অবস্থাকে আমরা বলিস্টোল প্রোলাপস। এছাড়া হতে পারে শিশুর প্রসাবের রাস্তায় সংক্রমণ বাইউটিআই। একটু সচেতন হলে আমরা এ অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে মুক্তি পেতে পারি। কোনো শিশু যদি সপ্তাহে তিন বারের কম মলত্যাগ করে ও মল যদি খুব শক্ত হয়ে মলদ্বারে ব্যথা করতে থাকে তবে তাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। শিশুর বরাবরই...

